Reliance Jio তার কাস্টমারদের একটি প্ল্যানের ফ্রি ট্রায়াল অফার করছে।
সেই প্ল্যানে এক মাসের জন্য ফ্রি ডেটা এবং কলিং অফার করা হবে।
এক মাস ফ্রি ট্রায়াল নেওয়ার পরেই কাস্টমাররা 399 টাকা বা 699 টাকার মধ্যে যে কোনও একটি প্ল্যান রিচার্জ করতে পারবেন।
এই অফারের সমস্ত সুবিধা উপভোগ করতে কাস্টমারদের 7000070000 নম্বরে মিসড কল দিতে হবে।
এদের মধ্যে 399 টাকার প্ল্যানে ব্যবহারকারীদের 75GB ডেটা অফার করা হবে।
সেই সঙ্গেই রয়েছে আনলিমিটেড কলিং ও ডেটার অফার।
699 টাকার প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন মোট 100GB ডেটা।
এই প্ল্যানের আকর্ষণীয় অফার হল, বিনামূল্যে Netflix এবং Amazon prime ব্যবহারের সুযোগ।