ঠাণ্ডা বা গরম, যে কোনও আবহাওয়ায়, চোখের তলা ফুলে যাচ্ছে প্রতিনিয়ত। অনেকের বিশ্বাস, ঘুমের অভাবে চোখের নিচে ফোলাভাব দেখা যায়।
তবে ডাক্তারদের মতে, অতিরিক্ত মানসিক চাপ, অতিরিক্ত কান্না, ধূপমান, মদ্যপান, হরমোনাল ইমব্যালান্স, বেশ করে নুন খাওয়ার কারণেও চোখের তলা ফুলে যেতে পারে।
চোখের পাতা ফুলে গেলে চুলকানি, লাল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায়। তবে অতিরিক্ত ফুলে গিয়ে লাল হয়ে গেলে অবিলম্বে ডাক্তার দেখানো উচিত।
ফ্রিজে রাখা শসার পাতলা টুকরো চোখের উপর মাস্কের মতো লাগান। ১৫ মিনিট পরে সরিয়ে ফেলুন। ডার্ক সার্কেলও নির্মূল হবে দ্রুত।
বাড়িতে শসা না থাকলে আলুর মাস্কও ব্যবহার করুন। ছোট আলুর খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে ১৫-২০ মিনিটের রেখে দিতে পারেন। ফোলভাব চটজলদি কেটে যেতে পারে।
বাড়িতে আই-রোলার পড়েই থাকে। চোখের ফোলাভাব ও ডার্ক সার্কেল সরাতে রোলার দিয়ে চোখ ম্যাসাজ করুন।
ফ্রিজে রাখা অ্যালোভেরা জেল চোখের তলায় হালকা করে মাসাজ করুন। চোখের তলার ফোলাভাব উধাও হয়ে যাবে দ্রুত।
ঠাণ্ডা জলের ঝাপটা বা কোল্ড কম্প্রেস প্রয়োগ করলে চোখের তলায় ফোলাভাব কেটে যেতে পারে। এঠাড়া সুতির কাপড়ে বরফের টুকরো নিয়ে চোখের নীচে ৫-১০ মিনিটের জন্য রেখে দিতে পারেন।
ডিমের সাদা অংশ ফেটিয়ে তুলোর বল বা ব্রাশের সাহায্যে চোখের তলায় লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।