চোখের তলা থেকে ডার্ক সার্কেল দূর করুন এই সহজ পদ্ধতিতে

এই কালো ছোপ ত্বকের উজ্জ্বলতা যেমন হ্রাস করে, তেমনি সৌন্দর্যও নষ্ট করে দেয়। ঘরোয়া উপায়ে কীভাবে দূর করবেন, জানুন

চোখের নিচে ও উপরে প্রতিদিন ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। তাতে ধীরে ধীরে মিলিয়ে যায় ডার্ক সার্কেল।

ডার্ক সার্কেল দূর করতে ২ বার করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সানস্ক্রিন ব্যবহার করা মাস্ট। আইক্রিমও ব্যবহার করতে পারেন।

দই ব্যবহার করলে কালো দাগ উঠে যায়। দইয়ের সঙ্গে সামান্য বেসন মিশিয়ে প্রলেপ দিন। দ্রুত সেরে উঠবেন।

কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে মধু বা ঠান্ডা দুধ দিয়ে একটি আই ফেসপ্যাক বানান। চোখের চারপাশে প্রলেপ দিয়ে স্ক্রাব করুন।

ডার্ক সার্কেল দূর করলে শসা হল মোক্ষম দাওয়াই। তাজা শসা ফ্রিজে রেখে দিন। চোখের উপর ১০ মিনিট রাখুন। দিনে ২ বার করলেই হবে।