সূর্যের তাপ, মৃত ত্বকের কোষ জমে ও সময়ের সঙ্গ সঙ্গে শুকিয়ে গিয়ে কালো কনুই ও হাঁটুর রূপ নেয়।
এখানে কোনও তেল গ্রন্থি নেই, তাই ত্বক দ্রুত শুকিয়ে যায় ও শক্ত হয়ে যায়। স্ক্রাবিং সাবান দিলেও তা নিরাময়ের চিহ্ন নেই।
বাড়িতেই এমন ত্বকের সমস্যা দূর করতে পারবেন। কনুই ও হাঁটুর চারপাশের কালো ত্বককে হালকা করে নরম ও মসৃণ করে তুলতে পারবে।
এক বড় চামচ ঠান্ডা অলিভ অয়েলের সঙ্গে সম পরিমাণ অ্যালোভেরা জেল মিশিয়ে পেস্ট বানান। ১০ মিনিটের জন্য মাসাজ করুন। সপ্তাহে তিনবার করলেই ফল মিলবে।
একটি পাত্রে হলুদ ও মধু, ঠান্ডা দুধ মিশিয়ে পেস্ট বানান। ট্যান পড়েছে এমন জায়গায় লাগান। তাতে মৃতকোষ দূর তো হবেই, ময়েশ্চারাইজড ও মসৃণও হবে।
লেবুর রস ও বেকিং সোডা মিশিয়ে একটি দুর্দান্ত স্ক্রাব তৈরি করুন। ১০-১২ মিনিটে জন্য অপেক্ষা করা পর দেখবেন ট্যান হয়েছে উধাও।
মধু ও চিনির পেস্ট বানিয়ে কনুই, হাঁটুতে ব্যবহার করুন। রুক্ষভাব, ফ্ল্যাকি ম্যাজিকের মত মুছে যাবে।