বাজেটের মধ্যে ভাল ল্যাপটপ খুঁজছেন? রইল সেরা ৫টির হদিস
Credits:, TV9
TV9 Bangla
ল্যাপটপ আজকাল প্রায় বেশিরভাগ সেক্টরে কাজ করার মূল মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সেটা মিডিয়া ক্ষেত্র হোক, আইটি বিভাগ বা অন্য কোনও ক্ষেত্র। তাই ল্যাপটপের সঠিক যত্ন নেওয়াটাও আমাদের কর্তব্য।
তার উপর আজকাল আবার ওয়ার্ক ফ্রম হোমের যুগ। সেক্ষেত্রে অনেক সময় নিজের একটি ভাল ল্যাপটপ না থাকলে চাকরি পেতেও অসুবিধায় পড়তে হয়। তাহলে উপায়?
চিন্তা নেই।ভাল ল্যাপটপে মানেই যে তার অনেক দাম বিষয়টা এমন মোটেও নয়। বরং কম দামেও পেতে পারেন ভাল ল্যাপটপ। রইল তেমনই ৫টি ল্যাপটপের হদিস।
Acer Chromebook Plus - Acer কোম্পানির এই ল্যাপটপটিতে রয়েছে i3 প্রসেসর। বর্তমানে এই ল্যাপটপটি মাত্র ৩১,৮৮৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই দামে আপনি পাবেন ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি SSD স্টোরেজ। রয়েছে ফুল HD ক্যামেরা, Gemini সাপোর্ট এবং প্রায় ১০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ।
ASUS Vivobook Go 15 - ASUS কোম্পানির এই ল্যাপটপে রয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল HD ডিসপ্লে, ৮ জিবি RAM, ৫১২ জিবি SSD স্টোরেজ এবং Windows 11 Home অপারেটিং সিস্টেম। বর্তমানে এই ল্যাপটপটির দাম ৩৪,৯৯০ টাকা। Flipkart-এর প্রাপ্ত তথ্য অনুসারে এই ল্যাপটপ মাত্র ৪৯ মিনিটে ৬০ শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে।
HP G9 - এই ল্যাপটপে রয়েছে i3 প্রসেসর, ১৬ জিবি RAM এবং ৫১২ জিবি SSD স্টোরেজ। বর্তমানে এই ল্যাপটপের দাম ৩৪,৯৯০ টাকা। এতে ১৫.৬ ইঞ্চির স্ক্রিন এবং প্রায় ৭.৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।
Lenovo V15 - Lenovo কোম্পানির এই ল্যাপটপটির বর্তমানে বাজারে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ৩৪,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। ফিচারের মধ্যে রয়েছে ১৬ জিবি RAM, ৫১২ জিবি SSD, ১৫.৬ ইঞ্চির স্ক্রিন এবং ৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ।
Thomson NEO Core Series - Thomson কোম্পানির এই ল্যাপটপটিতে রয়েছে i5 প্রসেসর, ৮ জিবি RAM এবং ৫১২ জিবি SSD স্টোরেজ। বর্তমানে এই ল্যাপটপের দাম ২৭,৯৯০ টাকা। এই ল্যাপটপে ৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।