বিদ্যুৎ বিলে সাশ্রয়, সস্তায় কিনুন এসব ইস্ত্রি মেশিন
9 September 2023
আজকাল প্রায় প্রত্যেকের ঘরেই কাপড় ইস্ত্রি করার জন্য একটি করে আয়রন মেশিন বা প্রেসিং মেশিন থাকে।
আবার অনেকেই এখনও কিনে উঠতে পারেননি দামের কথা ভেবে। সস্তার একটি আয়রন মেশিন বা প্রেসিং মেশিনআপনিও খুঁজছেন?
আপনাকে এমন কতগুলি আয়রন মেশিনের খোঁজ দেওয়া হবে। যার দাম অনেক কম। আবার আপনি তাতে অনেক অফারও পাবেন।
চার্টবাস্টার ড্রাই আয়রন: এই প্রেসিং মেশিনটির 1,299 টাকা, আপনি এটি 77 শতাংশ ছাড়ে ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কিনতে পারেন।
ক্রোমা 1200 ওয়াট আয়রন: এর আসল দাম 1,390 টাকা। কিন্তু ই-কমার্স প্ল্যাটফর্ম ক্রোমা-তে আপনি অনেক টাকা ছাড় পাবেন। তারপরে মাত্র 699 টাকায় কিনতে পারবেন।
বাজাজ ম্যাজেস্টি আয়রন: Flipkart-এ, আপনি 26 শতাংশ ডিসকাউন্টে 674 টাকায় আয়রনটি কিনতে পারবেন।
এই সব ক'টির বডি প্লাস্টিকের তৈরি, তাই প্রেস গরম থাকলেও আপনি এটিকে সহজেই ধরে রাখতে পারেন। কোনও অসুবিধা হবে না।
আর এগুলি অল্পতেই গরম হয়ে যায়। তাই ইলেকট্রিক বিল বেশি খরচ হওয়ার কোনও সম্ভাবনা নেই।
তবে বাজারে আরও কম দামের অনেক প্রেসিং মেশিন পেয়ে যাবেন। এগুলি ছাড়াও, আপনি কম দামে অনেক দুর্দান্ত আয়রন কিনতে পারেন।
আরও পড়ুন