পুজোর আগেই অন্যান্য অনলাইন শপিং সাইটের মতো অবশেষে Apple Festive Season Sale নিয়ে হাজির হয়েছে।
এই সেলে Apple-এর সব প্রোডাক্টের উপর দুর্দান্ত সব ছাড় পাওয়া যাচ্ছে। আর সেই সব ছাড় আপনি ভারতের সব কটি অ্যাপল স্টোরে পাবেন।
এছাড়াও, অ্যাপলের ওয়েবসাইটে এবং অ্যাপল অ্যাপে কেনাকাটা করলেও আপনি এই অফারের সুযোগ পেয়ে যাবেন।
Apple Festive Season Sale সেলে এইচডিএফসি ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে প্রচুর অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন।
এই সিজন সেলে M2 চিপসহ 13 ইঞ্চির MacBook Air এবং 15 ইঞ্চি স্ক্রিনের Mac Studio ও 13 ইঞ্চির MacBook Pro ল্যাপটপগুলিতে 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।
এখানেই শেষ নয়, আপনি 8000 টাকা ছাড়ে M1 চিপের MacBook Air কিনে নিতে পারবেন। আপনি 24 ইঞ্চির iMac এবং Mac Mini-তে 5000 টাকা ডিসকাউন্ট পাবেন।
এছাড়াও এই সেলে iPad Mini কিনতে পারবেন 3000 টাকা সস্তায়। আর Apple Watch Ultra 2 বিক্রি হচ্ছে 5000 টাকা ছাড়ে।
Apple Watch Series 9-এ পাওয়া যাচ্ছে 4000 টাকা ছাড়। সেকেন্ড জেনারেশন Apple Watch SE স্মার্টওয়াচটি 4000 এবং 2000 টাকায় কিনতে পারবেন।