19 October 2023

Apple MacBook M1 Air কিনলে এটাই সেরা সুযোগ

পুজোর আগে বিভিন্ন ই-কমার্স সাইটে সেল চলছে। আর সেই সেলে প্রচুর ছাড় দেওয়া হচ্ছে। অ্যাপেলের প্রোডাক্টও সেই তালিকায় রয়েছে।

আপনি যদি Apple MacBook M1 Air কেনার প্ল্যান করেন, তাহলে আপনার জন্য সুখবর আছে। কারণ Amazon India-তে এই অ্যাপল ল্যাপটপটি অনেক কম দামে পাওয়া যাচ্ছে।

2020 সালের নভেম্বরে লঞ্চ হওয়া Apple MacBook M1 Air-এর আসল দাম 80,000 টাকা। তবে অ্যামাজনের সেলে এটি 10,000 টাকার আকর্ষণীয় ছাড় পাবেন।

ছাড়ের পরে এর দাম হবে মাত্র 69,990 টাকা। কিন্তু মনে রাখবেন এটি একটি সীমিত সময়ের ডিল, তাই হাতছাড়া না করাই ভাল।

এই অফারে আপনি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ আরও অনেক সুবিধা পাবেন। এতে এই ম্য়াকবুকের দাম অনেকটাই কমে যাবে।

এটিকে আদর্শ এন্ট্রি-লেভেল ম্যাকবুক বলা যেতেই পারে। যারা সেরা পারফরম্যান্স এবং পোর্টেবিলিটির সন্ধানে রয়েছেন, তাদের জন্য এটি উপযুক্ত।

Apple MacBook M1 Air-এর অন্যতম ফিচার হল এর ব্যাটারি লাইফ। ল্যাপটপটি একবার চার্জ দিলে 18 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যায়।

এছাড়াও, 8 জিবি ইউনিফাইড মেমরি রয়েছে। এর সাহায্যে মাল্টিটাস্কিং বা বড় গ্রাফিক ফাইলগুলি সহজেই চলতে পারে কোনও সমস্যা ছাড়াই।