Apple তার নতুন পকেট-বান্ধব পেনসিল নিয়ে হাজির হতে চলেছে। সেই অ্যাপ পেনসিলটি আসলে একটি ডিজিটাল স্টাইলাস।
iPad ব্যবহারকারীদের জন্য তা গুরুত্বপূর্ণ কিছু ফিচার অফার করছে। পিকচার পারফেক্ট স্পষ্টতা, লো ল্যাটেন্সি, টিল্ট সেন্সিটিভিটির মতো জরুরি বৈশিষ্ট্যগুলি রয়েছে।
এই Apple Pencil-এ নোট নেওয়া, স্কেচ করা থেকে শুরু করে একাধিক কাজে লাগানো যেতে পারে। নভেম্বরের শুরুতেই 7,900 টাকায় ডিভাইসটি কিনতে পারবেন।
নতুন Apple Pencil-এ স্লিক ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। রয়েছে ফ্ল্যাট সাইড, যা আপনার iPad-এর সঙ্গে খুব ভাল করে অ্যাটাচ করতে সাহায্য করে পেনসিলটিকে।
পেনসিলটির সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল তার USB-C পোর্ট, যার দ্বারা সমস্ত iPad মডেলের সঙ্গেই পেনসিলটি কানেক্ট করা যেতে পারে।
এর ফলে সমস্ত iPad ব্যবহারকারীরাই এখন এই Apple Pencil ব্যবহার করে নিজেদের ডিভাইসের-এর সঙ্গে কোনও ঝামেলা ছাড়াই ইন্টিগ্রেট করতে পারবেন।
এখন আপনার কাছে যদি iPad Pro-এর M2 মডেল থাকে, তাহলে নতুন অ্যাপল পেনসিল হোভার ফাংশনালিটি ব্য়বহার করতে পারবেন।
তাছাড়া এই নতুন ডিভাইসে পেয়ারিং ও চার্জিংও খুব সহজ করা হয়েছে। স্লাইডিং ক্যাপে দেওয়া হয়েছে USB-C পোর্ট, সেখানেই আপনি USB-C-তে পেনসিলটি চার্জ দিতে পারবেন।