Apple Watch-এর চিন্তা বাড়াল প্রথম Nothing স্মার্টওয়াচ!
27 September 2023
Nothing তার একটি সাব-ব্র্যান্ডের জন্ম দিয়েছে। সস্তার বিভিন্ন গ্যাজেট লঞ্চ করা হবে CMF By Nothing সাব-ব্র্যান্ড থেকে। বাজারে পদার্পণ করতেই ব্র্যান্ডটি তিনটি নতুন গ্যাজেট লঞ্চ করল।
যে তিনটি গ্য়াজেট CMF By Nothing ব্র্যান্ডটি তৈরি করেছে, সেই তালিকায় রয়েছে একটি স্মার্টওয়াচ, ইয়ারবাড এবং একটি চার্জার। এদের মধ্যে সবথেকে আকর্ষণীয় হল CMF By Nothing Watch Pro।
এই স্মার্টওয়াচে রয়েছে একটি 1.96 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা 58 FPS রিফ্রেশ রেট প্যানেল, 600 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। অলওয়েজ়-অন এই ডিসপ্লে ওয়াটার রেজ়িস্ট্যান্সের জন্য IP68 সার্টিফায়েড।
ইন-বিল্ট জিপিএস, 110টি স্পোর্টস মোড, হার্ট রেট, স্লিপ, স্ট্রেস এবং SpO2 মনিটরিংয়ের মতো একাধিক অপশন রয়েছে ঘড়িটিতে। সবথেকে বড় কথা হল, ঘড়িটি দেখতে খুবই আকর্ষণীয়।
CMF By Nothing Watch Proতে অত্যন্ত শক্তিশালী একটি 340mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা একচার্জে 13 দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। তবে এই ব্যাকআপ পাওয়া যাবে অলওয়েজ় অন ডিসপ্লে বন্ধ করে রাখলে।
মিনিমালিস্ট ডিজ়াইনের এই ঘড়িতে রয়েছে ক্লিন লাইন ও স্মুধ অ্যালুমিনিয়াম ফ্রেম। স্মার্টওয়াচ থেকে কলিংয়ের সময় AI নয়েজ় রিডাকশন ফিচার ব্যবহার করতে পারবেন।
CMF By Nothing Watch Pro মোট দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। সেই ডার্ক গ্রে মডেল ও মেটালিক গ্রে ভ্যারিয়েন্টে দুটির দাম যথাক্রমে 4,499 টাকা ও 4,999 টাকা।