জিও এয়ার ফাইবার ইনস্টল করতে খরচ কত?
4 October 2023
Jio-র অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুসারে, আল্ট্রা ফাস্ট কানেকশন পাওয়ার জন্য বাড়ির ছাদে অথবা বাইরে একটি আউটডোর ইউনিট সেটআপ করা হবে।
আর এই ইনস্টলেশন বাবদ 1,000 টাকা খরচ করতে হবে। তবে এই টাকা ফেরত পেয়ে যেতে পারেন, যদি জিও এয়ার ফাইবার বার্ষিক প্ল্যান কেনেন।
জিও জানিয়েছে, ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে EMI রূপেও জমা দেওয়া যাবে এই টাকা। কোথা থেকে পাবেন এই কানেকশন?
এই ডিভাইসটি বাড়িতে বসানোর জন্য সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট অথবা নিকটবর্তী জিও স্টোরে ভিজিট করতে হবে।
জিও এয়ার ফাইবারের এন্ট্রি-লেভেল প্ল্যান রয়েছে 599 টাকা মূল্যের। যেখানে 30Mbps স্পিড থাকবে। এর পর রয়েছে 899 টাকার প্ল্যান (100Mbps স্পিড)।
আর 1199 টাকার প্ল্যান (100Mbps স্পিড), 1499 টাকা (300Mbps), 2499 টাকা (500Mbps) এবং 3,999 টাকা (1Gbps)।
প্রত্যেকটি প্ল্যানেই আপনি আনলিমিটেড ডেটা পেয়ে যাবেন। জিও এয়ার ফাইবারের সঙ্গে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, জিও সিনেমা সহ মোট 16টি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাবেন।
16টি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনের সঙ্গে 550টির বেশি ডিজিটাল টিভি চ্যানেলে অ্যাক্সেস পাবেন সম্পূর্ণ ফ্রি-তে। সংস্থার দাবি অনুসারে, 1Gbps স্পিডে পাওয়া যাবে ইন্টারনেট।