19 October 2023

কাজের প্রয়োজনে ল্যাপটপ না ট্যাব কিনবেন?

আপনার যদি এমন একটি ডিভাইসের প্রয়োজন হয়, যাতে ভিডিয়ো এডিটিং, গ্রাফিক ডিজাইন বা প্রোগ্রামিংয়ের মতো কাজগুলি করতে পারবেন তাহলে আপনার ল্যাপটপ কেনাই উচিত।

এছাড়াও আপনি যদি অনেক বেশি টাইপিং করেন, বা এমন কাজ করতে হয় যার জন্য কিবোর্ড শর্টকাট ব্যবহার করেন, তাহলে ল্যাপটপই আপনার জন্য একদম উপযুক্ত।

আপনি যদি আপনার ডিভাইসটিকে একটি প্রিন্টার বা অন্যান্য ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে চান, তবে ল্যাপটপ কেনার সিদ্ধান্ত নিয়ে নিন।

ল্যাপটপগুলিতে ইউএসবি-এ, ইউএসবি-সি, এইচডিএমআই ইত্যাদির মতো বিভিন্ন পোর্ট থাকে। আর ট্যাবলেটগুলিতে সাধারণত একটি বা দু’টি পোর্ট থাকে।

আপনার যদি বড় স্ক্রিনের প্রয়োজন হয়, তবে ল্যাপটপ আপনার জন্য সেরা হবে। ভিডিয়ো এডিটিং বা সিনেমা দেখার জন্য ল্যাপটপ একদম উপযুক্ত।

আপনি যদি ডিভাইসটি বই পড়তে বা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে ব্যবহার করেন, তবে একটি ট্যাবলেট কিনে নিতে পারেন।

ট্যাবলেটগুলি হালকা এবং রাখা সহজ। রাস্তায় চলতে চলতে আপনার যদি একটি ডিভাইসে কাজ করার প্রয়োজন হয়, তাহলে ট্যাবলেট কিনুন।

বাজেট কম থাকলে ট্যাবলেটের থেকে ভাল অপশন আর কিছু হতেই পারে না। কারণ ল্যাপটপের চেয়ে ট্যাবলেটের দাম কম।