Poco Pods-এর ভাল খারাপ
9 September 2023
অনেকদিন ধরে একটি ভাল ইয়ারবাড কেনার প্ল্যান করেছেন? কিন্তু কোনটা কিনবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না?
বাজারে Poco Pods সম্প্রতি লঞ্চ করা হয়েছে। আপনি অনেক কম দামে এই দুর্দান্ত ইয়ারবাডটি কিনে নিতে পারবেন।
Poco Pods আছে v5.3 ব্লুটুথ, ফাস্ট পেয়ারিং, ENC, লো-লেটেন্সি মোড এবং টাচ কন্ট্রোলের মতো আরও দুর্দান্ত অনেক ফিচার।
Poco Pod-এ কোম্পানি ডিজাইন আর লুকের দিকে বিশেষ নজর দিয়েছে। এগুলো ওজনে বেশ হালকা।
কানেকশনের দিক থেকেও বাডগুলি দুর্দান্ত। আপনি সহজেই এগুলিকে আপনার ফোন বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করতে পারবেন। এছাড়া কানেক্টিভিটি রেঞ্জও ভাল।
Poco Pods এর চার্জিং কেসের ব্যাটারি 440mAh এবং প্রতিটি ইয়ারবাডের ব্যাটারি লাইফ 34mAh। একবার চার্জ দিলে ব্যাটারি এক সপ্তাহ ধরে চলে।
তবে Poco Pods কানে ঠিকমতো ফিট হয় না, এর কারণে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। কিছুক্ষণ পরে আপনার কানে ব্যথাও শুরু হতে পারে।
অডিও কোয়ালিটি খুবই বেসিক, আপনি যদি শুধু বাড থেকে কল ধরতে চান বা গান শুনতে চান, তাহলে এই বাডগুলো ঠিক আছে।
অন্যদিকে, আপনি যদি ভাবেন যে এটি পরে গেম খেলবেন বা সিনেমা দেখবেন। তাহলে এটি আপনাকে একটা সময়ের পর হতাশ করতে পারে।