27 November 2023

ঘুরতে গেলে লাগেজে ভরুন এসব জরুরি গ্যাজেট

ঘুরতে ভালবাসেন? বছরভর ব্যস্ততার মাঝে সময় পেলেই একটা লাগেজ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়তে ইচ্ছা করে পাহাড় থেকে সমুদ্র?

তবে কোথাও যাবার আগে সময় নিয়ে প্ল্যান করুন। যেখানে যাচ্ছেন, সে জায়গাটি সম্পর্কে ভাল করে রিসার্চ করুন। আর সঙ্গে রাখুন কিছু দরকারী গ্যাজেট।

তালিকায় প্রথমেই রাখুন পাওয়ার ব্যাঙ্ক। কারণ রাস্তা ঘাটে যে কোনও সময় ফোনের চার্জ শেষ হয়ে যেতে পারে। তখন এটাই কাজে লাগবে।

TWS ইয়ারবাড নিতে ভুলবেন না। ফোন হাতে ধরে কথা বলতে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে হয়। তাই এই TWS ইয়ারবাড অনেক ক্ষেত্রেই অপরিহার্য।

ফোন বা পাওয়ার ব্যাঙ্কে চার্জ দেওয়া থেকে শুরু করে, যে কোনও বৈদ্যুতিক কাজের জন্য অ্যাডাপ্টার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। নিতে ভুলবেন না।

ট্রেনে কিংবা দীর্ঘ যাত্রায় একা ঘুরতে গেলে সময় কাটানোর জন্য সবচেয়ে ভাল উপায় এবং স্ট্রেস বাস্টার হচ্ছে গান শোনা। তাই সঙ্গে ব্লুটুথ স্পিকার সঙ্গে রাখুন।

মিনি ইমার্শান রড নিয়ে যেতে পারেন। এর সাহায্যে কয়েক মিনিটের মধ্যেই জল গরম হয়ে যায়। চা, কফি খেতে সুবিধা হবে।

নিরাপত্তার কথা আপনাকে মাথায় রেখে আপনি সঙ্গে একটি টর্চ রাখতেই পারেন। অনেকক্ষেত্রে কাজে লেগে যেতে পারে।