10 October 2023
গেমিং ল্যাপটপ কিনতে চান?
নতুন ল্যাপটপ কেনার প্ল্যান করছেন? কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছেন না, কী ধরনের ল্যাপচপ কিনলে আপনার সুবিধা হবে?
আবার শুধুই টাকা খরচ করলেই যে দুর্দান্ত একটি ল্যাপটপ কিনতে পারবেন তাও নয়। কেনার আগে অনেক কিছুর দিকে নজর রাখতে হবে।
চলুন দেখে নেওয়া যাক একটি ভাল ল্যাপটপ কেনার আগে কী কী দিকে নজর রাখতে হবে, যাতে কেনার পরে একটুও আফসোস করতে না হয়।
আপনি কত দামের ল্যাপটপ কিনতে চান তা প্রথমে ঠিক করুন। তাহলেই আপনি বুঝতে পারবেন সেই দামে কী কী ফিচার পাবেন।
আপনি কি গেমিং ল্যাপটপ কিনতে চান? যদি গেম খেলতে ভালবাসেন, তাহলে বাজারে বর্তমানে গেমারদের জন্যও অনেক ল্যাপটপ রয়েছে।
তাই আপনি কেমন ধরনের ল্যাপটপ কিনতে চান তা ঠিক করুন। আপনি যদি মিড-রেঞ্জ গেমিং পারফরম্যান্সের একটি ল্যাপটপ কেনেন, তাহলে মিড-রেঞ্জ স্পেসিফিকেশনের কিনুন।
গ্রাফিক্স কার্ড একটি গেমিং পিসির সবচেয়ে প্রয়োজনীয় উপাদানগুলির মধ্যে একটি। ভাল পারফরম্যান্স চাইলে কমপক্ষে 4GB VRAM-এর একটি কার্ড থাকতে হবে।
তবে মনে রাখবেন আপনার যত বেশি RAM থাকবে, আপনার পিসি তত ভাল পারফর্ম করবে। কিন্তু সেক্ষেত্রে ল্যাপটপের দামটা একটু বেশি হতে পারে।
আরও পড়ুন