24 MAY 2025

আইফোন ১৬-এ পাবেন ১৯,০০০ টাকা ছাড়! জানুন ট্রিকস

credit:TV9

TV9 Bangla

আইফোন কিনতে চান? অথচ বাজেটে নিয়ে ভাবনা। চিন্তা নেই! ফ্লিপকার্টে আইফোন ১৬-এ পাওয়া যাচ্ছে বিশাল ছাড়। ফ্লিপকার্টে এর বর্তমান মূল্য মাত্র ৬৮,৭৮০টাকা। আপনি কিন্তু তা পেতে পারেন এর থেকেও কম দামে।

অনলাইন বিপণন সংস্থা আইফোন ১৬ ১২৮জিবি ফোনটির বর্তমান দাম ৭৪,৯০০ টাকা। যা বাস্তব দাম ৭৯,৯০০ টাকার থেকে অনেকটা কম।

এছাড়াও এই ই-কমার্স সংস্থাটিতে রয়েছে কিছু ব্যাঙ্কের কার্ডে অতিরিক্ত ছাড়ও। যেমন ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের উপরে ৬,১২০ টাকা অবধি অতিরিক্ত ছাড় পেতে পারেন।

এখানেই শেষ নয়। অফার আছে আরও। আপনার ব্যবহার করা পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ৮০০০ টাকা অবধি অতিরিক্ত ছাড় পেতে পারেন।

অর্থাৎ সব মিলিয়ে আপনার ক্ষেত্রে যদি সবকটি অফার সঠিক ভাবে প্রয়োগ করা যায় তাহলে প্রায় ১৯ হাজার টাকা অবধি ছাড় পেতে পারেন আপনি।

আইফোন ১৬, অ্যাপল ইন্টেলিজেন্স বৈশিষ্ট্যে পরিপূর্ণ। ব্যবহারকারীদের মন জয় করেছে এই ফোন। কিন্তু অনেকেই ইচ্ছে থাকলেও বাজেটের কথা ভেবে এত দিন কিনতে পারতেন না আইফোন।

তাঁদের জন্য ফ্লিপকার্টের এই অফার বিশেষ ভাবে কার্যকরী বলেই মনে করছেন অনেকে। এই ফোনে আছে ৫ কোর জিপিইউ সহ এ১৮ চিপ। যা ফোনকে মসৃণ রাখতে এবং গতি বাড়াতে সাহায্য করে।

রয়েছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। বিশেষ করে এর দারুণ সব রঙের কম্বিনেশন বেশ উল্লেখযোগ্য।