কবে লঞ্চ হচ্ছে Google Pixel Watch 2?

20 September 2023

গুগল 4 অক্টোবর তার পিক্সেল 8 সিরিজ লঞ্চ করতে চলেছে, একই ইভেন্টে গুগল পিক্সেল ওয়াচ 2 বিশ্বব্যাপী লঞ্চ করবে।

গুগল পিক্সেল ওয়াচ 2-এর বিক্রি ভারতে শুরু হবে পরের দিন থেকে অর্থাৎ 5 অক্টোবর থেকে। ই-কমার্স সাইট থেকে কিনে নিতে পারবেন।

Pixel Watch 2 এর দামের কথা বললে, এটি পুরানো Pixel-এর থেকে একটু বেশি দামী হতে পারে। দাম বেশি হলেও এতে দুর্দান্ত সব ফিচার রয়েছে।

Pixel Watch 2 স্মার্টওয়াচে কোয়ালকম স্ন্যাপড্রাগন W5 চিপসেট রয়েছে। 24 ঘন্টার বেশি ব্যাটারি লাইফ দেওয়া হয়েছে।

Google আনুষ্ঠানিকভাবে Pixel Watch 2-এর স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য শেয়ার করেনি। তবে এই স্মার্টওয়াচ নিয়ে অনেক মিডিয়া রিপোর্ট বেরিয়েছে।  

সেই সব রিপোর্ট অনুযায়ী, Pixel Watch 2-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন W5 সিরিজ চিপসেট দেওয়া হয়েছে। এছাড়াও, আশা করা হচ্ছে যে Pixel Watch 2 Wear OS 4-এ কাজ করবে।  

Google Pixel 8 সিরিজটি Google Pixel 8, Pixel 8 Pro-তে লঞ্চ করা হবে। যার দাম হবে 60,000 থেকে 65,000 টাকার মধ্যে।

Google Pixel 8 এবং Pixel 8 Pro 128GB স্টোরেজ সহ বাজারে আসতে চলেছে। তবে আপনাকে এখনও বেশ কয়েকদিন এর জন্য অপেক্ষা করতে হবে।