30 MAY 2025
এসির আয়ু বাড়াবেন কীভাবে?
credit:TV9
TV9 Bangla
খাবার ও ওষুধের যেমন মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে, তেমনই এসিরও একদিন মেয়াদ শেষ হয়। তবে সেই মেয়াদ কত তাড়াতাড়ি শেষ হবে তা নির্ভর করে আমাদের উপরেই।
আচ্ছা একটা এসির কত দিন ভাল থাকে? কী কী কারণে তা খারাপ হতে পারে? জানেন কী ভাবে বাড়ানো সম্ভব এসির আয়ু?
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে যত্নে রাখলে এবং ভাল ভাবে ব্যবহার করলে একটি এসি প্রায় ১০-১৫ বছর পরিষেবা দিতে পারে। কী ভাবে সেই আয়ু বাড়ানো সম্ভব?
এসির সঠিক যত্ন নিলে, সহজেই ১০ বছর স্থায়ী হতে পারে। এর জন্য, নিয়মিত ফিল্টার পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। তা ছাড়া কয়েল পরিষ্কার করা প্রয়োজন।
ফিল্টার এবং কয়েল পরিষ্কার করলে এসির লাইফলাইন বাড়তে পারে বলে ধারণা। কিন্তু নোংরা রাখলে এসির লাইফও কমে যেতে পারে।
ভোল্টেজের ওঠানামা এবং বৈদ্যুতিক সমস্যা এসির আয়ু কমাতে বড় ভূমিকা পালন করে। এই দুটি জিনিস এসির যন্ত্রাংশের ক্ষতি করে এর আয়ু কমিয়ে দিতে পারে।
উচ্চ তাপমাত্রা, আর্দ্রতা, ধুলো, ময়লা এবং দূষণ এসির কর্মক্ষমতাকে প্রভাবিত করে। এসির লাইফ বাড়াতে চাইলে, প্রতি ৪ মাসে একবার সার্ভিসিং করানো উচিত।
এসি ভাল রাখতে হলে মাঝে মাঝে বন্ধ করাটা জরুরি। বিরতি ছাড়া একটানা ঘণ্টার পর ঘণ্টা এসি চালালে এয়ার কন্ডিশনার দ্রুত খারাপ হয়ে যেতে পারে।
আরও পড়ুন