17 JUN 2025

AC বন্ধের সময়েই করে ফেলেন এই ভুলটা, তাতেই চড়চড়িয়ে বাড়ে বিল 

credit:TV9

সবে মাত্র বাইরে থেকে এসেছেন। দরদরিয়ে ঘামছেন। হুট্ করে রিমোট দিয়ে চালিয়ে নিলেন এসি। জুড়িয়ে গেল শরীর। তারপর?

তারপর আবার ঘরের কাজেই ব্যস্ত হয়ে গেলেন। রিমোট দিয়েই বন্ধ করলেন এসি। কিন্তু ওই যে দেওয়ালের প্লাগে লাল রঙা সুইচটা আছে, সেটা কি বন্ধ করেন? 

খেয়াল করে দেখুন বেশিরভাগ ক্ষেত্রেই অনেকে রিমোট দিয়েই এসির সুইচ বন্ধ করেন। কিন্তু প্লাগ থেকে লাল সুইচটা অফ করেন না। কিন্তু একবারও ভেবে দেখেছেন, তাতে নিজেরই বিপদ নিজে ডেকে আনছেন না তো? 

আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র রিমোট দিয়ে কোনও কিছু বন্ধ করা হলে আর বিদ্যুৎ খরচ হয় না। কিন্তু ভুল ভাবছেন। বিদ্যুতের বিল বাড়ে চড়চড়িয়েই। 

মেন সুইচ অন থাকলে বিদ্যুৎ খরচ হবেই। জানা যায়, এ ক্ষেত্রে ওই যন্ত্রের জন্য ব্যবহৃত বিদ্যুতের ৭ থেকে ১০ শতাংশ পর্যন্ত খরচ হয় মেন সুইচ অন থাকলে।

হিসাব বলছে, এসি এক ঘণ্টা চলছে, যদি এক ইউটিন বিদ্যুৎ খরচ হয়, তাহলে মেন সুইচ অফ না করলে  এক ইউনিটের ৭ থেকে ১০ শতাংশ বিদ্যুৎ খরচ হবে।

আমরা সাধারণত মনে করি যে  রিমোট দিয়ে টেলিভিশন কিংবা এসি বন্ধ করে দিলে বা কোনও বৈদ্যুতিক যন্ত্রের পাওয়ার বোতাম বন্ধ করে দিলেই, তা নিশ্চিত হয় যে এটি কোনো বিদ্যুৎ খরচ করছে না।

সেটা কিন্তু একেবারেই ভ্রান্ত ধারণা। 

 তাই সময় বাঁচানোর চক্করে, কেবল রিমোট দিয়ে এসি বন্ধ করবেন না, তারপর প্লাগ থেকে লাল সুইচটা টিপে বন্ধ করতেও ভুলবেন না।