এই উৎসবের মরসুমে Flipkart, Amazon-এর মতো ই-কমার্স সাইট এবং বাজারের জনপ্রিয় কোম্পানিগুলি বিভিন্ন প্রোডাক্টে আকর্ষণীয় ছাড় দিচ্ছে।
আর এসবের মধ্যেই Nothing তার ফেস্টিভ অফার নিয়ে হাজির হয়েছে। আর এই সেলে আপনি দুর্দান্ত কম দামে সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন।
Nothing Phone (2), Nothing Ear (2) এবং সম্প্রতি লঞ্চ হওয়া লেটেস্ট CMF প্রোডাক্টগুলি অনেক কম দামে কেনা যাবে। কোন প্রোডাক্টে ঠিক কী অফার দিচ্ছে Nothing?
Nothing Phone (2)-এর 8 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি 37,999 টাকায় Flipkart থেকে কিনে ফেলতে পারবেন।
আর এই ফোনের 12 জিবি ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 38,999 টাকায় এবং 12 জিবি ও 512 জিবি স্টোরেজ মডেল 39,999 টাকা দিয়ে কেনা যাবে।
এই মুহূর্তে ফ্লিপকার্ট থেকে অনেক ডিসকাউন্টে Nothing Ear (2) ইয়ারবাডটি আপনি মাত্র 6,999 টাকায় কিনতে পারবেন।
এতে 36 ঘন্টার ব্যাটারি লাইফ এবং চমৎকার সাউন্ড কোয়ালিটি আছে। লেটেস্ট CMF Buds Pro ও CMF Watch Pro-তে অফার দিচ্ছে Nothing।
CMF Buds Pro এবং CMF Watch Pro আপনি ফ্লিপকার্ট ও Myntra-য় ইয়ারবাডটি 2,999 টাকায় এবং নতুন স্মার্টওয়াচটি 4,499 টাকায় কিনতে পারবেন।