পকেটে নিয়ে ঘুরুন এই এয়ার কুলার

1 September 2023

বৃষ্টি হলেও গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। যে ভয়াবহ গরম পড়েছে, তাতে রাস্তায় বের হওয়াই মুশকিল হয়ে পড়ছে।

এই গরমে একমাত্র স্বস্তি দিচ্ছে কুলার ও এসি। কিন্তু কোনও না কোনও কাজে বাইরে যেতেই হয়।

তবে এবার আপনি রাস্তাতেও আপনার সঙ্গে ফ্যান রাখতে পারবেন। এতে বাইরের প্রচণ্ড রোদ থেকে রক্ষা পাওয়া যাবে।

যাদের প্রচুর পরিমাণে ঘাম হয়, তারা এই পকেট এয়ার কুলারটি কিনতেই পারেন। এটি একটি স্মার্টফোনের থেকেও ছোট।

অর্থাৎ আপনি খুব সহজেই পকেটে নিয়ে ঘুরতে পারবেন। এটি আপনাকে অনেক রোদেও ঠাণ্ডা রাখবে।

চলুন দেখে নেওয়া যাক, কোথা থেকে কিনবেন মিনি পোর্টেবল পকেট ফ্যান। আর দাম কত?

পকেট পোর্টেবল ফ্যানে আপনি নিজের মতো করে স্পিড বাড়াতে কমাতে পারবেন। এতে কপার মোটর ব্যবহার করা হয়।

আপনি পোর্টেবল ফ্যান সোলার চার্জার, পাওয়ার ব্যাংক, গাড়ির চার্জার, সকেট বা ল্যাপটপ দিয়ে চার্জ করতে পারেন।

বাজারে অনেক ধরনেরই পোর্টেবল ফ্যান বা কুলার পাওয়া যায়। আপনি অনলাইনে 500 টাকার মধ্যেই পেয়ে যাবেন।