14 October 2023

Amazon ও Flipkart-এর সেলে নজরে এসব প্রোডাক্ট

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল এবং ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেস সেল শুরু হয়ে গিয়েছে। দুই সেলই শুরু হয়েছে 8 অক্টোবর থেকে।

তবে হাতে আর বেশি সময় নেই। 15 অক্টোবর এই দুই সেল শেষ হয়ে যাবে। তবে আপনি চাইলে এখনই এখান থেকে স্মার্টওয়াচ কিনে ফেলতে পারবেন।

অ্যামাজন থেকে আপনি অনেক কম দামে স্মার্টওয়াচ কিনতে পারবেন। রয়েছে দুর্দান্ত সব অফার। সেই সঙ্গে আপনি মোটা টাকা ব্যাঙ্ক ক্যাশব্যাকও পেয়ে যাবেন।

boAt Xtend Plus: স্মার্টওয়াচের দাম 9,499 টাকা হলেও, সেলে পাবেন 1,998 টাকায়। অলওয়েজ অন মোডের সঙ্গে এতে রয়েছে 1.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে।

Samsung Galaxy Watch 4 Series: এই সেলে স্মার্টওয়াচটি কেনা যাবে 7,999 টাকায়। আসল দাম 26,999 টাকা। এতে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, OS4 ভিত্তিক One UI 5 অপারেটিং সিস্টেম।

Amazfit Pop 3S: স্মার্টওয়াচের আসল দাম 5,999 টাকা। তবে সেলে পাবেন 3,499 টাকায়। এতে রয়েছে 1.96 ইঞ্চি AMOLED ডিসপ্লে।

Noise Colorfit Ultra 3: এই স্মার্টওয়াচের দাম 8,999 টাকা। কিন্তু সেলে মিলছে 2,999 টাকায়। এতে রয়েছে 1.96 ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং ওয়াচ ফেস।

OnePlus Nord Watch: ওয়ানপ্লাসে এই স্মার্টওয়াচের দাম অন্য সময় থাকে 6,999 টাকা। তবে এটি পাবেন 3,999 টাকায়। এতেও 1.78 ইঞ্চি AMOLED ডিসপ্লেতে 60Hz রিফ্রেস রেট সাপোর্ট করে।