28 October 2023

লঞ্চ হল Xiaomi Watch 3, প্রচুর ফিচার

চিনে অনুষ্ঠিত টেকজায়ান্ট Xiaomi-র মেগা লঞ্চ ইভেন্টে Xiaomi 14 এবং Xiaomi 14 Pro স্মার্টফোনের পাশাপাশি লঞ্চ হয়েছে Xiaomi Watch 3 স্মার্টওয়াচ।

এটি সংস্থার সর্বপ্রথম স্মার্টওয়াচ, যাতে শাওমি হাইপার ওএস ব্যবহার করা হয়েছে। আর এতে থাকছে অভিনব রিপ্লেসেবল বেজেল।

তাছাড়া সংস্থাটির দাবি, একবার চার্জে স্মার্টওয়াচটি 15 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারে। এই নতুন Xiaomi Watch 3 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন দেখে নিন।

চিনা বাজারে Xiaomi Watch 3 স্মার্টওয়াচের স্ট্যান্ডার্ড ভার্সনের দাম ধার্য করা হয়েছে 799 ইউয়ান (ভারতীয় মুদ্রায় যা প্রায় 9,087 টাকা)।

আর এর ই-সিম ভার্সনের দাম হল 999 ইউয়ান (ভারতীয় মুদ্রায় যা প্রায় 11,360 টাকা )। এটি ব্ল্যাক এবং সিলভার কালার অপশনে পেয়ে যাবেন।

ঘড়িটিতে প্রচুর হেলথ ফিচার রয়েছে। হেলথ ফিচার হিসেবে ওয়্যারেবলটিতে থাকছে হার্টরেট মনিটর, স্লিপ ট্র্যাকার, ট্রেস মনিটর ইত্যাদি।

Xiaomi Watch 3 স্মার্টওয়াচটিতে 1.43 ইঞ্চি গোলাকৃতির অ্যামলেড ডিসপ্লে রয়েছে, যা 60 হার্টজ রিফ্রেশ রেট এবং 8 বিট স্ক্রিন সাপোর্ট করবে।

ঘড়িটির সবচেয়ে নজরকাড়া ফিচার হল এর ভারসেটাইল বেজেল, যা ব্যবহারকারী তার স্টাইল অনুযায়ী পরিবর্তন করতে পারবেন।