রিআলির মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠান হল শুক্রবার।
দিল্লির জিমখানা ক্লাবে হয় এই অনুষ্ঠান।
রিচা তাঁদের প্রাক-বিয়ের অনুষ্ঠানের প্রথম ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, মহব্বত মুবারক।
উত্তরে আলি লেখেন, তুমকো ভি।
প্রায় ৩০০ জন অতিথি আমন্ত্রিত ছিলেন।
৬ অক্টোবর তাঁদের রিচা-আলি গাঁটছড়া বাঁধবেন।
২০২০ সালে তাঁদের বিয়ের হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে তা পিছিয়ে যায়।