রিআলির বিয়ে-রিসেপশন সম্পন্ন হল মুম্বইতে।
২০২০ সালে তাঁরা সরকারিভাবে স্বামী-স্ত্রী। তবে কোভিডের কারণে আনুষ্ঠানিক বিয়ে পিছিয়ে ছিলেন তাঁরা।
এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জমকালোভাবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান করলেন।
মুম্বইতে তাঁদের রিসেপশন ছিল গতকাল। উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির বন্ধুরা। রিচার নায়ক ভিকি কৌশলের সঙ্গে রিআলি।
হৃত্বিক রোশন তাঁর বান্ধবী সাবা আজাদের সঙ্গে এসেছিলেন।
রেণুকা সাহানে এবং আশুতোষ রাণা এসেছিলেন।
বিশাল ভরদ্বাজের সঙ্গে টাব্বু।
মনোজ বাজপেয়ী এবং তাপসী পান্নু।
ইন্ডাস্ট্রির বন্ধু সানায়া মালহোত্রা এসেছিলেন।
বিদ্যা দত্তার সঙ্গে কাজ করেছে তাঁরা। তিনিও হয়েছিলেন রিআলির আনন্দে অংশ।
কাল্কি কোয়েচলিন রিচার সঙ্গে অভিনয় করেন। তাঁকে দেখা যায়।
স্বরা ভাস্কর দুইজনেরই ভাল বন্ধু। তিনিও ছিলেন রিসেপশনে।