শাড়িতে অনন্যা ঋতুপর্ণা সেনগুপ্ত।
সিনেমা হোক বা সাধারণ অনুষ্ঠান তাঁকে শাড়িতে দেখতে সুন্দর লাগে ভক্তদের।
তিনি এই মুহূর্তে ব্যস্ত তাঁর নতুন ছবি মহিষাসুর মর্দিনী-র প্রচারে।
শরৎচন্দ্রের দত্তা উপন্যাস নিয়ে তৈরি ছবিতে তিনি অভিনয় করছেন।
এই ছবিতে তাঁকে সাবেকি শাড়ি লুকে পাওয়া যাবে।
প্রসেনজিৎ আর তাঁর বিয়ে হবে। তবে বাস্তবে নয় সিনেমার পর্দায়।
২৫ নভেম্বর তাঁরা সকলকে নিমন্ত্রণ জানিয়েছেন তাঁদের বিয়েতে উপস্থিত থাকতে।