মানুষের হস্তক্ষেপ ছাড়াই চারটি শূকরের নরম কোষে ল্যাপারোস্কপিক সার্জারি করেছে রোবটটি।
মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল সেই রোবটটি তৈরি করেছেন।
রোবটটির নাম স্টার – স্মার্ট টিস্যু অটোনমাস রোবট।
নরম কোষ সেলাই করার জন্যই বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে রোবটটি।
গবেষকরা দাবি করেছেন যে, মানুষের থেকেও নিখুঁত ভাবে সার্জারি করেছে স্টার নামের এই রোবট।
এই রোবটে এমনই কন্ট্রোল সিস্টেম ডেভেলপ করা হয়েছে যা রিয়্যাল টাইম ভিত্তিতে সার্জিক্যাল প্ল্যান অ্যাডজাস্ট করতে পারে।