বাড়িতে রোজই বেলনচাকি ব্যবহার করা হয়
নিয়মিত ব্যবহারে তা নোংরাও হয় দ্রুত
আটা-ময়দা সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে চিটে থেকে যায়
কাঠের বেলন-চাকি পরিষ্কার রাখার সর্বোত্তম উপায় হল ব্যবহারের পর ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করা
ভুল করেও ডিটারজেন্ট জলে কাঠের বেলন-চাকি চুবিয়ে রাখবেন না
সপ্তাহে একবার করে লেবু আর নুন দিয়ে বেলন-চাকি পরিষ্কার করবেন
মার্বেল চাকির উপর কোনও গরম কিছু রাখবেন না এতে চাকি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে