রবিবারের দুপুরে পাত পেড়ে মাংস ভাত খাওয়ার পর আয়েষ করে আইসক্রিম খেতে বেশ লাগে

ফ্রিজে তো আইসক্রিম থাকেই। তবে তাকে সাজিয়ে-গুজিয়ে পরিবেশন যোগ্য করে তোলার মজাটাই অন্যরকম। সামান্য এই কয়েকটি উপাদানেই আইসক্রিম হয়ে ওঠে সুস্বাদু

আইসক্রিমের সঙ্গে গরম গোলাপ জামুন যেন স্বর্গ। বাটার স্কচ আইসক্রিমের সঙ্গে এক চামচ করে খান গোলাপ জামুন। স্বাদই বদলে যাবে

ভ্যানিলা আইসক্রিমের সঙ্গে দারুণ লাগে গরম বোঁদে। এছাড়াও ফালুদা, কলা আর চেরি স্লাইস দিয়েও পরিবেশন করতে পারেন অতিথি এলে

আইসক্রিমের সঙ্গে অলটাইম হিট চকোলেট সস। এক স্কুপ আইসক্রিমের উপর চকোলেট সস আর চকো চিপস ছড়িয়ে দিলে বিনে পয়সাতেই স্বর্গসুখ

বিনা নোটিশে বন্ধু হাজির বাড়িতে? আইসক্রিমের সঙ্গে ড্রাই ফ্রুটস, চকো চিপস, চকো রোল আর ওরিও বিস্কুট সাজিয়ে পরিবেশন করুন। ছড়িয়ে দিন চকোলেট সসও

প্লেন ভ্যানিলা কিংবা স্ট্রবেরি আইসক্রিমের উপর সামান্য মধু আর জ্যাম ছড়িয়ে দিন। স্বাদে মন ভরে যাবে। হার মানাবে পার্লারকেও