অভিনেত্রী রোশনি ভট্টাচার্যের সামনেই বিয়ে
গত অক্টোবরে তূর্য সেনের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করেন রোশনি। সেই অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Roshni-Bhattacharya
বন্ধুদের আয়োজনে আইবুড়োভাত খাচ্ছেন হবু দম্পতি। সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন সে সব ছবি।
সকলের আশীর্বাদ নিয়ে নতুন পথ চলা শুরু করবেন অভিনেত্রী। বিয়ের ঠিক পরেই বেড়াতে যাওয়া নয়। বরং তূর্যর এক আত্মীয়ের বিয়েতে হাজির থাকতে বাংলাদেশ যাবেন বলে জানালেন রোশনি।
বন্ধুরা রোশনি এবং তূর্যর জন্য তাঁদের পছন্দের পদ রান্না করেছিলেন।