Sachin Tendulkar enjoys Masai Mara trip with family

কয়েকদিন আগেই স্ত্রী অঞ্জলি ও মেয়ে সারাকে নিয়ে মাসাইমারায় বেড়াতে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর।

Sachin Tendulkar enjoys his Masai Mara trip

মাস্টার ব্লাস্টার নিজের ইন্সটাগ্রামে মাসাইমারা ট্রিপের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।

Sachin Tendulkar enjoys Masai Mara trip

সেখানে দেখা গিয়েছে অঞ্জলি ও সারার সঙ্গে জঙ্গল সাফারিতেও গিয়েছিলেন সচিন।

Sachin Tendulkar enjoys Masai Mara trip with his family

সচিনের শেয়ার করা ছবিতে কোথাও নেই অর্জুন। তারপর থেকে নেটিজ়েনদের খোঁজ শুরু।

সম্ভবত অর্জুন পরিবারের সঙ্গে কেনিয়ায় যাননি। কারণ, এনসিএতে একটি শিবিরে তিনি ডাক পেয়েছেন।

মাসাইমারা বিখ্যাত সিংহ, চিতা ও লেপার্ডের জন্য। 

মাসাইমারা ট্রিপে সারার মতো সচিনও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেছেন।

সচিনের ইন্সটাগ্রামে ঢুঁ মারলেই দেখা যায়, মাসাইমারা ট্রিপের দারুণ দারুণ সব ছবি। যা দেখে পরিষ্কার এই ট্রিপটা দারুণ উপভোগ করেছেন তিনি।