অজান্তেই আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আপনার কম্পিউটার।

হ্যাকার হানা থেকে নিজের ডেস্কটেপ বাঁচাতে চাইলে করুন এই কাজ।

যে ওয়েব ব্রাউজার ব্যবহার করুন না কেন, সেটি সর্বদা Up-to-date রাখুন।

নিজেকে নিরাপদ রাখতে সব জায়গায় টু-স্টেপ অথেনটিকেশন চালু করুন।

যে ব্রাউজারই ব্যবহার করুন না কেন, নিরাপদ ব্রাউজিং সেফটি অন রাখুন।

ইন্টারনেট সার্ফিংয়ের সময় অ্যালার্ট মেসেজ শো করলে সতর্ক হোন, ওয়েবসাইটটি নিরাপদ নয়।

পাসওয়ার্ড এমন হওয়া উচিত, যাতে হ্যাকাররা ভুল করেও সেটি ক্র্যাক করতে না পারে।