সলমন খান নানা ধরনের ছবি করতে পছন্দ করেন।

সদ্য তিনি ৮০-৯০-এর দশকের পরিচালক-প্রযোজক রাজীব রাইয়ের সঙ্গে মিটিং করেছেন।

শোনা যাচ্ছে, রাজীবের ‘ত্রিদেব’ ছবির রিমেক বিষয়ে কথা হয়েছে দুইজনের।

এবার রাজীব নন, অন্য কোনও পরিচালক আজকের পটভূমিকায় তৈরি করবেন এই ছবি।

এই ছবির মুখ্য নায়িকা ছিলেন সোনাম। সেই সময় তাঁকে ‘হট অ্যান্ড সেক্সি’ নায়িকা বলা হত।

এই ছবি করতে গিয়ে রাজীব-সোনাম প্রেম-বিয়ে। তারপর গ্যাংস্টারের হুমকির পর তাঁরা দেশ ছাড়া। পরে আলাদাও হয়ে যান।

এখন সলমনও পাচ্ছে প্রাণনাশের হুমকি। তিনি নিরাপত্তার জন্য নিজের গাড়ি বুলেটপ্রুফ করেছেন।