নয়া ট্যাগে মন জয় করলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু।
সম্প্রতি আইটেম নম্বরে হটেস্ট হিসেবে দর্শকের হৃদয় জিতে নিলেন সামান্থা
আল্লু অর্জুন ও রাশ্মিকা মন্দানা অভিনীত পুষ্পার শোস্টপার হিসেবে নয়া ভূমিকায় এই তেলেগু নায়িকা।
প্রথম লুকে মিরর কাজ করা ডিজাইনের গোটা চোলি ও নেবারসি ব্রোকেডের ঘাগড়া বেছে নিয়েছিলেন।
দ্বিতীয় লুকে ছিল কালো রঙের চোলি ও সঙ্গে ধুতি স্টাইলের লেহেঙ্গা স্কার্ট।
সামান্থার লুক ও পারফেকশনের দায়িত্বে ছিলেন সেলেব্রিটি স্টাইলিস্ট মোহিত রাই