সামান্থা রুথ প্রভু দক্ষিণের গণ্ডি পেরিয়ে এখন বলিউডেও নিজের জায়গা করে নিয়েছেন।
গত বছর তিনি আর নাগা চৈতন্য আলাদা হয়ে যান।
তাঁরা একটি বিলাস বহুল বাড়িতে থাকতেন।
খবর, সেই বাড়ি তিনি কিনে নিয়েছেন।
শুধু কেনেননি, দিয়েছেন বাড়ির জন্য অনেকটা।
প্রায় ১০০ কোটা টাকা খরচ করেছেন সামান্থা তাঁর এই বাড়িটি কিনতে।
'পুষ্পা' ছবির একটি আইটেম ডান্স তাঁকে সারা দেশে জনপ্রিয় করেছে।