Samsung Galaxy M33 5G ফোনটি ভারতে কয়েক মাস আগেই লঞ্চ করা হয়েছে।
সেই ফোনই এখন ফ্লিপকার্টে কল্পনারও কম দামে আপনি পেয়ে যাবেন।
এমনিতে এই ফোনের দাম 17,457 টাকা।
কিন্তু ফ্লিপকার্ট এই ফোনের উপরে 32% ছাড় দিচ্ছে।
তাছাড়া EMI-এর মাধ্যমে এই ফোন আপনি প্রতি মাসে 1250 টাকা দিয়ে কিনতে পারবেন।
6.6 ইঞ্চি ডিসপ্লের এই ফোনে রয়েছে 50MP ক্যামেরা।
শক্তিশালী একটি 6000mAh ব্যাটারি রয়েছে।
পারফরম্যান্সের জন্য রয়েছে Samsung Exynos 1280 প্রসেসর।