স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৮ দেখা গিয়েছে Geekbench এবং Bluetooth SIG সাইটে। 

স্যামসাংয়ের এই ট্যাবে থাকতে পারে ওয়াই-ফাই এবং LTE মডেল।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৮ মডেলে থাকতে পারে ৮ মেগাপিক্সেলের একটিই রেয়ার ক্যামেরা সেনসর।

স্যামসাং গ্যালাক্সির এই ট্যাবে থাকতে পারে ৭০৪০mAh ব্যাটারি।

এর সঙ্গে এও জানা গিয়েছে যে, স্যামসাংয়ের এই আসন্ন ট্যাব পরিচালিত হতে পারে অ্যানড্রয়েড ১১ সফটওয়ারের সাহায্যে।