বিশ্বের কয়েকটি দেশের মতো ভারতেও এই মাসে আসছে ওয়ালেটটি।
গত বছর জুনে লঞ্চ হওয়া ওয়ালেটটি এখন 25টিরও বেশি দেশে পরিষেবা দিচ্ছে।
Samsung Pay ও Samsung Pass সার্ভিসের কম্বো হল এই ওয়ালেট।
প্রিমিয়াম স্যামসাং গ্যালাক্সি ফোন থাকলে তবেই এটি ব্যবহার করতে পারবেন।
মোবাইলেই পেমেন্ট কার্ড সেভ করতে পারবেন, রাখতে পারেন ক্রিপ্টো ওয়ালেটও।
Samsung Wallet আপনি গ্যালাক্সি অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।
এই ওয়ালেটে আপনি ড্রাইভিং লাইসেন্সের মতো নানা ID রাখতে পারবেন।