বিখ্যাত ডিজাইনার জুটি ফাল্গুনি শেন পিককের জন্যে নয়া দিল্লিতে ইন্ডিয়ান কউচার উইকে র্যাম্পে হেঁটেছেন সারা আলি খান।
নীল রঙা সিক্যুইনড ফ্যাশনেবল লেহেঙ্গায় বশ চমত্কার লেগেছে সারাকে। সঙ্গে চোলির স্টাইলিস সূক্ষ্মকাজুলিও চোখ কেড়েছে।
এদিন ডিজাইনারের শোস্টপার হিসেবে র্যাম্পে আগুন ঝরিয়েছিল সারা।
তবে র্যাম্পওয়াকে অদ্ভূত ধরনের হেঁটে ট্রোলডের শিকার এই বলি অভিনেত্রী।
এমনকি সোশ্যাল মিডিয়ায় তাঁর শোস্টপার হিসেবে আগে থেকে দীপিকা-করিনা-মালাইকার সঙ্গে তুলনা টেনেছেন নেটিজেনরা।
ইন্সটার ভিডিয়ো আপাতত ভাইরাল।