সম্প্রতি মাসাইমারায় ঘুরতে গিয়েছিলেন সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর।
এই ট্রিপে সারার সঙ্গী হয়েছিলেন মা অঞ্জলি তেন্ডুলকর।
প্রথমে সারা ও তাঁর মা লন্ডন থেকে নাইরোবিতে যান।
এরপর নাইরোবি থেকে মাসাইমারায় পৌঁছান সারা ও অঞ্জলি।
ইন্সটাগ্রাম স্টোরিতে সারা তাঁর মাসাইমারা ট্রিপের ছবি দিয়ে ভরিয়ে দিয়েছেন।
সেখানকার রাতের দৃশ্য থেকে শুরু করে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন সারা।
মাসাইমারা ক্যাম্পে ডিনার টেবলের ছবিও তুলে ধরেছেন সারা।
মাসাইমারা থেকে জঙ্গল সাফারির একাধিক ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সারা।
জঙ্গল সাফারির সময় সারার গাড়ির সামনে চলে এসেছিল সিংহ। সেই ছবিও ক্যামেরাবন্দি করেছেন সারা।
মাসাইমারায় সিংহদের শিকার করে খাওয়ার দৃশ্যও ভিডিয়ো করেছেন সারা।
সেখানকার দিনের বেলার অপূর্ব সব দৃশ্যও বন্দি হয়েছে সারার ক্যামেরায়।
এই ট্রিপ যে সারার খুব ভালো কেটেছে, তাঁর প্রমাণ দিচ্ছে এই সব ছবিগুলি।