এ বছর সরস্বতী পুজো পড়েছে আগামী ২৬ জানুয়ারি। রয়েছে দেশের প্রজাতন্ত্র দিবসও।

সরস্বতী কথাটি এসেছে 'সরস' ও 'বতী' থেকে। যার অর্থ হল যাঁর প্রবাহ রয়েছে, তিনিই সরস্বতী।

বিদ্যা ও জ্ঞানের দেবী বলা হয় তাঁকে। এছাড়া সঙ্গীত, শিল্পকলা ও বিজ্ঞানেরও দেবী তিনি।

সরস্বতী ব্রহ্মার কন্যা। কিন্ত, ইন্দ্রের রাজসভায় মেয়ের রূপে মুগ্ধ হয়ে মেয়েকেই কামনা করে বসেন।

কিন্তু স্কন্দ পুরাণে বলা হয়েছে, শিবের কন্যা হলেন দেবী সরস্বতী। বাঙালিরা তাই মনে করেন।

প্রাচীনকালে দেবী সরস্বতী নদীর দেবী হিসেবে পুজো করা হত। তবে ঋকবেদে সরস্বতী নামে একটি নদীর উল্লেখ রয়েছে।

পদ্মের উপর বসে থাকেন দেবী। এই পদ্ম হলে জ্ঞানের প্রতীক। এছাড়া হাতে থাকা বীণা হলে বুদ্ধির প্রতীক।

দেবী সরস্বতীর চার হাত কেন? অনেকের মতে, ঋক, সাম, যজুঃ ও অথর্ব— এই চার বেদেরও প্রতীক।