বসন্ত পঞ্চমী। আর তাই এদিনের পুজোয় হলুদ ফুল কিন্তু রাখবেন

যে বেদিতে ঠাকুরকে বসানো হবে সেই বেদির কাপড় সাদা রঙের হলেই ভাল

এদিন কেশর, চন্দন আর দুধ দিয়ে সরস্বতীকে স্নান করান। এই তিন উপাদানই খুব শুভ বলে ধরা হয়

ফল-চিঁড়ে-মুড়কি-খই-বাতাসা-সন্দেশের সঙ্গে বোঁদেও রাখুন প্রসাদে। কারণ তা সরস্বতীর প্রিয়

এদিন কিন্তু পুজোপ উপকরণে এক টুকরো কাঁচা হলুদ অবশ্যই রাখবেন