সামনেই সরস্বতী পুজো। এ বছর ২৬ জানুয়ারি পালিত হবে বিদ্যার দেবীর আরাধনা।
শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো পালিত হয়।
পৌরাণিক বিশ্বাস অনুসারে, এই দিনে বিদ্যা, জ্ঞান ও প্রজ্ঞার দেবী সরস্বতী ও কামদেবের পুজো করা হয়।
পুরাণ অনুযায়ী দেবী সরস্বতী ব্রহ্মের মুখ থেকে উথ্থান হয়েছেন। দেবীর সকল সৌন্দর্য্য ও দীপ্তির উৎস মূলত ব্রহ্মা।
মধ্য প্রদেশের ধড় জেলায় অবস্থিত সরস্বতী মন্দিরের নাম ভোজনশালা। এটি অতিপ্রাচীন একটি মন্দির।
তামিলনাড়ুর কুঠানুর জেলায় বাগদেবীর মন্দির রয়েছে। বাঙালিদের কাছে যিনি আদ্যা দেবী, তিনিই দক্ষিণে সরস্বতী।
কেরালার পাঁচিকোড়ে বাগদেবীর মন্দিরে সরস্বতী পুজো করা হয় দশেরার সময়।