আলমারিতে যতই নতুন শাড়ি থাক না কেন পুজোর আগে একটা নতুন শাড়ি চাই-ই।
বিশেষত অষ্টমীর অঞ্জলি মানেই পাটভাঙা নতুন শাড়ি। যে কোনও বয়সের যে কোনও মেয়েই এদিন শাড়ি পরেন
প্রতি বছরই পুজোর ট্রেন্ডে থাকে নতুন কিছু শাড়ি। কোনওটা জনপ্রিয় সিরিয়ালের আদলে তো কোনটা আবার নায়িকা স্পেশ্যাল
তবে বাজারে যতই শাড়ি আসুক না কেন তসর, সিল্ক, জামদানির ঐতিহ্য চিরকালীন
আজকাল অনেকেই অনলাইনে শাড়ি কেনেন। এক্ষেত্রে প্রথমেই দামি কিছু না কিনে কমদামি শাড়ি কিনুন
রং এবং মান যদি পছন্দসই হয় তখন ভরসা করে ভাল শাড়ি কিনতে পারেন
সিল্ক বা ট্র্যাডিশন্যাল শাড়ি সব সময় দোকান থেকে কেনাই ভাল। শাড়ি হাতে দেখে কিনলে ঠকার সম্ভাবনা কম