পূর্ণিমাতে অনেক বাড়িতেই সত্যনারায়ণের পুজো হয়
এই পুজোর মূল উপকরণই হল সিন্নি
সত্যনারায়ণের আর্শীবাদ থাকলে সব বাধা বিঘ্ন দূর হয় বলে মানুষের বিশ্বাস
স্নান সেরে শুদ্ধ বসনে সত্যনারায়ণের জন্য সিন্নি মাখা হয়
২৫০ গ্রাম আটা, ২৫০ গ্রাম আখের গুড় বা চিনি, ৮টা কলা, ২৫০ গ্রাম সাদা বাতাসা, নারকেল কোরা আর ৫০০ মিলি দুধ দিয়ে সিন্নি বানানো হয়
এই উপকরণ সঠিক ভাবে মেশালে তবেই সিন্নি ঠিক ভাবে তৈরি হবে
অনেকে আবার এর সঙ্গে বাড়িতে তৈরি ঘি-ও মিশিয়ে নেন