গঙ্গাজলে এটি মেশালেই প্রসন্ন হবেন শিবঠাকুর! 

30th July 2024

credit: istock

TV9 Bangla

পরিবারে সুখ-শান্তি ও সমৃদ্ধি বাড়াতে ও মনের ইচ্ছে পূরণ করতে শিবের পুজো করে উপবাস ভঙ্গ করেন অধিকাংশ শিবভক্তরা।

সারারাত নির্জলা উপবাস রেখে এদিন অনেকেই এক গ্লাস গঙ্গাজলের সামান্য মধু ও দুধ মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করেন ভক্তরা। 

অভিষেক করার সময় দুধ বা গঙ্গাজলের সঙ্গে আরও কিছু জিনিস যোগ করা উচিত। এক গ্লাস গঙ্গা জলে সামান্য মধু যোগ করা উচিত ।

হিন্দু ধর্ম অনুসারে, মহাদেব হলেন দয়া ও করুণার সাগর। তাই ভক্তদের সমস্যা ও ঝামেলা দূর করার জন্য তিনি সদা সজাগ থাকেন। 

এদিন একগ্লাস গঙ্গাজলের সঙ্গে সামান্য মধু মিশিয়ে শিবের মাথায় ঢালা উচিত। তাতে আপনার মনের কথা শুনে চটজলদি ফল পেতে পারেন। এমনটা করা হলে শিব কখনও তাঁর ভক্তকে নিরাশ করেন না।

ভগবান শিবের চন্দ্রমৌলেশ্বর রূপের মতো ধ্যান করা উচিত। এবার একটি পরিষ্কার তামার পাত্রে গঙ্গাজল ভরে মধু মিশিয়ে রাখুন। পাত্রের চারদিকে সিঁদুর দিয়ে তিলক লাগিয়ে নিন। 

এবার ওম চন্দ্রমনসে নমঃ মন্ত্র জপ করার সময় পাত্রে লাল সুতো বেঁধে দিন। এরপর পঞ্চাক্ষরী মন্ত্র জপ করার সময় ওম নমঃ শিবায় শিবলিঙ্গে কিছু ফুলের পাপড়ি অর্পণ করুন।

একটি তামার পাত্রে মধু মিশিয়ে গঙ্গাজল নিয়ে শিবলিঙ্গের উপর ধীরে ধীরে অভিষেক করুন। অভিষেকের সময় ওম চন্দ্রমৌলেশ্বরে নমঃ জপ করতে থাকুন।