পৃথিবীর দিকে ধেয়ে আসছে 71 ফুটের গ্রহাণু
27 August 2023
মহাকাশ বিজ্ঞানীদের মতে, পৃথিবী 4.5 বিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল। তারপরেই ধীরে ধীরে সৌরজগতে গ্রহাণু আসে।
গ্রহগুলির মতো, তারা অবিচ্ছিন্নভাবে সূর্যের চারদিকে ঘোরে। গ্রহাণু খনিজ দিয়ে তৈরি বড় পাথর।
গ্রহাণুগুলো যখন পৃথিবীর দিকে আসতে শুরু করে, তখনই NASA সেই গ্রহাণুগুলোকে কেন্দ্র করে সতর্কতা জারি করে।
এবার যে গ্রহাণুটি নিয়ে সতর্কতা জারি করেছে, তার নাম হল Asteroid 2023 QF। এটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে।
Asteroid 2023 QF-এর আকার 39 ফুট। এটি পৃথিবীর কাছাকাছি আসছে। বর্তমানে পৃথিবীর থেকে এর দূরত্ব 7 লাখ কিলোমিটার।
আরও একটি গ্রহাণু সেই তালিকায় রয়েছে। নাম Asteroid 2023 QW। এই গ্রহাণুটি 71 ফুট বড়। এটি পৃথিবীর দিকে এগিয়ে আসছে।
তবে পৃথিবীর মাধ্যাকর্ষণের ফলে গ্রহাণুগুলির পথ পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে বিপদ অনেকটাই কম।
সম্প্রতি নাসা একটি গ্রহাণু সম্পর্কে সতর্কতা জারি করেছে, যা সরাসরি পৃথিবীতে আঘাত করতে পারে।
কিন্তু এর দিক পরিবর্তন করার সম্ভাবনাই বেশি। চলতি মাসে এটি সরাসরি পৃথিবীতে আঘাত হানতে চলেছে।
আরও পড়ুন