ইসরোর আদিত্য-L1 মিশন, Live দেখুন

2 September 2023

ভারতের প্রথম সৌর মিশন আদিত্য L1-এর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েক ঘণ্টা।

চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান-3-এর ঐতিহাসিক অবতরণের পর, দেশের চোখ আদিত্য এল1 মিশনের দিকে।

ISRO অরুণাচল প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আদিত্য L1 উৎক্ষেপণের জন্য প্রস্তুত।

আজ অর্থাৎ 2 সেপ্টেম্বর সকাল 11:50 টায় উৎক্ষেপণ করা হবে। তার লাইভ স্ট্রিমিং দেখানো হবে বিভিন্ন জায়গায়।

ISRO-এর L1 মিশন ফেসবুকে লাইভ দেখুন। এটি ISRO-এর Facebook পেজে লাইভ স্ট্রিম করতে পারেন (https://www.facebook.com/ ISRO)

ISRO-এর ওয়েবসাইটে লাইভ দেখানো হবে। প্রতি মুহূর্তের আপডেট দেখতে পাবেন (https://www.isro.gov.in/Aditya_L1.html) ওয়েবসাইটে।

ইউটিউবে লাইভ করা হবে। এই মিশনের প্রথম পদক্ষেপ লাইভ দেখতে ISRO-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে (ISRO-Official)-এ যেতে হবে।

ডিডি ন্যাশানল টিভি চ্যানেলে দেখতে পাবেন। টিভিতে, ডিডি ন্যাশনাল কোথায় কোন চ্যানেল নম্বরে আসে দেখে নিন।

টাটা স্কাই- 114 চ্যানেল নম্বর, এয়ারটেল ডিজিটাল টিভি- 148 চ্যানেল নম্বর এবং ডিশ টিভি-193 চ্যানেল নম্বরে আসে।