28 November 2023

গ্রহ-নক্ষত্ররা সব গোলাকার হয় কেন?

পৃথিবীটা গোলাকার, মানে ওই অনেকটা কমলা লেবুর মতো। তবে শুধু পৃথিবীই নয়, মহাকাশের বেশিরভাগ বস্তুই গোলাকার।

মানে তালিকায় চাঁদ–সূর্য এবং গ্রহ–নক্ষত্র–উপগ্রহ সবই রয়েছে। গ্রহের নিজস্ব কোনও আলো নেই, তাই এদের পর্যবেক্ষণ করা কঠিন।

তারপরও অসংখ্য গ্রহ পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানীরা। তাঁরা 5 হাজার এক্সোপ্ল্যানেটের তালিকা তৈরি করেছেন।

আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই বিপুল সংখ্যক গ্রহের সবগুলোই গোলাকার! কোন ঘনকাকার, পিরামিড বা বিষম আকারের গ্রহের দেখা বিজ্ঞানীরা পাননি।

কেন সমস্ত গ্রহের আকৃতি একই এবং কেন তারা সবসময় বৃত্তাকার? নলাকার বা আয়তক্ষেত্রাকার নয় তা নিয়ে একটি বড় প্রশ্ন উঠেছে।

বিজ্ঞানীদের মতে, মাধ্যাকর্ষণ শক্তি সমস্ত পদার্থের উপর কাজ করে। ফলে আকৃষ্ট কণাগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষ হয়।

আর সেই  সংঘর্ষের ফলে একটি গরম এবং তরল ভর তৈরি করে। সময়ের সঙ্গে-সঙ্গে এই ভর ঠান্ডা হয়ে একটি গোলাকার পৃষ্ঠ তৈরি করে।

এ জন্যেই গ্রহ, উপগ্রহ, নক্ষত্ররা গোলকার। মহাকাশে শুধু গ্রহই নয়, নক্ষত্র বা বড় কোনও উপগ্রহের আকারও গোলাকার হয়।