2 december 2023
বয়স বাড়তেই বধির হয়ে যাচ্ছে বাদুড়রা
অনেকেই হয়তো জানেন না, স্তন্যপায়ী প্রাণীরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের শ্রবণশক্তি হারায়। কিন্তু বাদুড়কে কখনই সেই তালিকায় রাখেননি বিজ্ঞানীরা।
তবে এবার গবেষণায় দেখা গিয়েছে, বাদুড় প্রায়শই বয়সের সঙ্গে সঙ্গে মানুষ সহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মতো তাদের শ্রবণশক্তি হারিয়ে ফেলে।
ইসরায়েলি বিজ্ঞানীদের করা এই গবেষণা অনুসারে, এটা সত্য যে বাদুড় বৃদ্ধ বয়সে তাদের শ্রবণশক্তি হারিয়ে ফেলে।
কিন্তু কতটা হারায়, আর কেন হারায়, সে বিষয়েও গবেষণা করেছেন। আর গবেষনার ফলাফলে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীর দল।
বাদুড়ের এভাবে শ্রবণশক্তি হারিয়ে ফেলার কারণ কী জানেন? এর পিছনেও রয়েছে মানুষের এই বিলাসবহুল জীবনযাপন।
মানুষের এই অত্যাধুনিক পরিবেশে তারা মানিয়ে নিতে পারছে না। গাড়ি-কলকারখানা সব কিছু থেকে উৎপন্ন আওয়াজে তারা শোনার ক্ষমতা প্রতিনিয়ত হারাচ্ছে।
গবেষকরা দেখেছেন যে, এসব প্রাণী 100 ডেসিবেলের বেশি শব্দের তীব্রতা থেকেও বেঁচে গিয়েছে, যা মোটরসাইকেল বা বৈদ্যুতিক করাতের শব্দের সমান।
সেখানে মানুষ মাত্র 65 ডেসিবেল। অর্থাৎ মানুষের তুলনায় অনেক বেশি শোনে তারা। তাহলে এবার ভাবুন, পরিবেশে হওয়া যে কোনও শব্দ ওদের কাছে কতটা জোরে পৌঁছায়।
আরও পড়ুন